সমস্যায় কোচবিহারের বিখ্যাত শীতলপাটি শিল্পীরা, সাহায্যের হাত স্বেচ্ছাসেবীদের

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহার জেলার শীতলপাটি পৃথিবী বিখ্যাত, কিন্তু বর্তমানে লকডাউন এবং করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের জন্য পার্টি শিল্পীরা অসহায় হয়ে পড়েছেন। তাদের তৈরী করা পাটি রপ্তানি হচ্ছে না। এমনকি পাটি দ্বারা নির্মিত অন্যান্য সামগ্রী যেমন ব্যাগ, জুতা, টুপিও রপ্তানি হচ্ছে না। সেক্ষেত্রে চূড়ান্ত আর্থিক সংকটে কোচবিহার ১নং ব্লকের কয়েক হাজার শীতলপাটি শিল্পী। তাদের এই কঠিন পরিস্থিতিতে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিলো।

রবিবার কোচবিহার সংলগ্ন এলাকায় জেড একাডেমিক সোসাইটির তত্ত্বাবধানে এলাকার ১০০ জন নির্দিষ্ট দরিদ্র পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তাদের ঘি, লবণ, বিস্কুট, সয়াবিন, টুথপেস্ট, মেরি বিস্কুট, রান্নার তেল, চিনি , মুসুরির ডাল, পাপর এবং চা তুলে দেওয়া হয়। সেইসাথে সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান এবং মাস্ক বিতরণ করা হয়। সংস্থার কর্ণধার কৌশিক দত্ত রায় বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকেই আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ইতিমধ্যেই জেলার কয়েক হাজার পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছি। যে মানুষটা সত্যিই দরিদ্র এবং অসহায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকের প্রচেষ্টা সত্যিই ক্ষুদ্র, কারণ এলাকায় অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা চেষ্টা করবো পরবর্তীতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে অন্যান্য পরিবারবর্গের হাতেও সহযোগিতা তুলে দেওয়ার।