কোচবিহারের রাজকন্যার জন্মদিনে গাছের চারা বিলি

নিজস্ব প্রতিবেদন ঃ  কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রীদেবীর জন্মজয়ন্তীতে মঙ্গলবার আস্থা ফাউন্ডেশনের তরফে কোচবিহার রাজবাড়ির সিংহ দুয়ারের সামনে থেকে গাছের চারা বিলি হলো। রাজকন্যা গায়ত্রীদেবীর ১০৪ তম জন্ম জয়ন্তী ছিলো ২৩ শে মে।
জন্মদিন উপলক্ষে রাজকন্যা গায়ত্রীদেবীর প্রতিকৃতি ফুল মালা অর্পন করা হয়।
শ্রদ্ধার সঙ্গে ফুল নিবেদনের পর মোমবাতি জ্বালানো হয়।আর এই
জন্মদিন উপলক্ষে পথ চলতি মানুষদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থাও করা হয়।
তার পাশাপাশি সবুজের বার্তা দিতে ১০০ টি বিভিন্ন ধরনের ফুল ফল নিম গাছ পথ চলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় কিছু কিছু স্থানে বৃক্ষরোপনের ব্যবস্থাও করা হয়।
জন্মদিন উপলক্ষে অলোক গুহ ছাড়াও আস্থা ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —