সুন্দর এবং সুস্থ সমাজ গড়তে যুবকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদন ঃ  ভারত স্কাউটস এন্ড গাইডসের রাজ্য হেড কোয়ার্টারের তরফে গত ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত কার্শিয়াংএর স্নো ভিউতে এক রাজ্য স্তরীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। স্কাউট মাস্টার এবং কাব মাস্টারের জন্য মূল বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ৩১ জন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।স্কাউটের রাজ্য প্রশিক্ষণ কমিশনার তপন ধর সেখানে বক্তব্য রাখার সময় বলেন যে স্কাউটিং আন্দোলন বিশ্বের বৃহত্তম। এটি প্রাচীনতম এক যুব আন্দোলন। বিশ্বের ১৬০টিরও বেশি দেশে স্কাউটিং আন্দোলন যুবদের সমৃদ্ধ করার জন্য সুচারুভাবে চলছে। গোটা বিশ্বে সুন্দর এবং সুস্থ সমাজ গড়তেই এই বিশেষ কর্মসূচি ।সেই বিশেষ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দীপঙ্কর সোম, দুলাল দত্ত, অমর প্রধান, অনুপ ছেত্রী এবং দীপঙ্কর সরকার।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-