মস্তিষ্কের মধ্যে জল এই শিশুর,কলকাতায় নিয়ে যাওয়া হলো

নিজস্ব প্রতিবেদন ঃ  মস্তিষ্কের  জটিল রোগে আক্রান্ত শিলিগুড়ি শহর লাগোয়া ফকদইবাড়ির বাসিন্দা কার্তিক সাহার দুই মাসের শিশু সন্তান শুভ সাহা। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন । খবরটি পেয়ে অসহায় কার্তিক সাহার বাড়িতে গিয়ে তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড মেম্বার গৌতম গোস্বামী। ওই শিশুর মস্তিষ্কে জল জমে রয়েছে । কিন্তু টাকাপয়সা না থাকায় কার্তিকবাবু তার সন্তানের চিকিৎসা করাতে পারছিলেন না। শেষমেষ স্থানীয় তৃণমূল নেতা গৌতম গোস্বামীর মাধ্যমে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়েছে, ওই শিশুর কলকাতায় এসএসকেএমে চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া হবে। সেই অনুযায়ী সোমবার কার্তিক সাহার বাড়িতে গিয়ে তার পরিবারের সকল সদস্যের সঙ্গে কথা বলেন গৌতম বাবু। এদিন তিনি ওই পরিবারকে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত যাওয়া এবং থাকার সমস্ত ব্যবস্থা করে দেন । এদিন গৌতম গোস্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরাও।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-