“৩১ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে আসবে”

নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে জানতে বুধবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন উত্তরবঙ্গের জেলা গুলিতে করোনা মোকাবিলায় নিযুক্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়।ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুই জেলার সিএমওএইচ , আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ দুই জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।বৈঠকের পর সুশান্ত রায় জানিয়েছেন যে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।এখন থেকে বেসরকারি হাসপাতালগুলি যদি রোগী ভর্তি নিতে না চায় তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া আইনী পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর।এছাড়াও দুই জেলার উপসর্গহীন করোনা রোগীদের সেফ হোমে রেখে চিকিৎসা করা হবে।যায় জন্য কোচবিহার জেলায় সাতটি ও আলিপুরদুয়ারে তিনটি সরকারি সেফ হোম খোলা হয়েছে।ওই দশটি সেফহোমের মোট শয্যা সংখ্যা ১৩০০টি।

স্বাস্থ্য দপ্তর লক্ষ্য করেছে যে উপসর্গহীন রোগীদের দিয়ে দুই জেলার কোভিড হাসপাতালগুলিতে স্থান সঙ্কুলান হচ্ছে না।সেই কারনেই উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য ‘সেফ হোম’ প্রকল্পের পরিকাঠামো তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর।