নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃকরোনা ভাইরাস মোকাবিলায় বুধবার শিলিগুড়ি ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।লকডাউনের প্ৰথম দফা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবীদের পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা খেটে খাওয়া মানুষের দিকে ত্রান উপহার নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।বুধবারও তারা রাস্তার পথ যাত্রীদের সচেতনভাবে গাড়ি চালানোর বার্তা দেন। তার পাশাপাশি সকলের হাতে মাস্ক,সানিটাইজার তুলে দেন।ভক্তিনগর থানার ট্রাফিক গার্ড মানুষের কথা ভেবে আগামীদিনেও করোনা সচেতনতার প্রচার চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।