শিলিগুড়িতে ডেঙ্গু ছড়ানোর পিছনেও প্লাস্টিক ক্যারিব্যাগ

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃঃ শিলিগুড়ি শহরে গতবছর যেভাবে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল এবারে অতটা নেই।তার কারন অনেক প্রচার সচেতনতা হয়েছে।তবে এখনও যে ডেঙ্গু হচ্ছে তার পিছনে কিন্তু অনেকটাই দায়ী প্লাস্টিক ক্যারিব্যাগ। ক্যারিব্যাগ ডেঙ্গু ছাড়া অন্যান্য মশা বাহিত রোগেরও জন্ম দিচ্ছে।শুক্রবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এমন তথ্যই জানালেন শহরের অন্যতম বিশিষ্ট চিকিৎসক ডাঃ শঙ্খ সেন।তার মতে,প্লাস্টিক ক্যারিব্যাগ শহরের নিকাশী ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে।ক্যারিব্যাগের জমা জলে নর্দমার মধ্যে মশার বংশ বৃদ্ধি ঘটিয়ে চলেছে।আর সেই মশা ডেঙ্গু সহ অন্য রোগ ছড়িয়ে যাচ্ছে।তার আরও অভিমত,প্লাস্টিক ক্যারিব্যাগ কিভাবে রিসাইক্লিং করা যায় তা নিয়ে এখন বেশি করে ভাবনা প্রয়োজন। পর্যটন দপ্তর শহরের বিভিন্ন নাগরিক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী সভার আয়োজন করেছিল শুক্রবার।আই এম এর শিলিগুড়ি শাখার সভাপতি তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ মৃদুলা চ্যাটার্জী জানালেন, প্লাস্টিক নবজাতকদের ক্ষতি করছে। ভবিষ্যতেে পুরুষদের প্রজননশীলতার ক্ষতি করছে। আর ক্যান্সার তৈরিতেও দায়ী প্লাস্টিক।যেসব মা শিশুদের ছমাস পর্যন্ত বুকের দুধ দেওয়ার পর প্লাস্টিক ফিডিং বোতলে দুধ দিচ্ছেন তারাও বিরাট ক্ষতি করছেন শিশুর। পুরনো দিনের মতো বাটিতে দুধ নিয়ে চামচ দিয়ে খাওয়ানোর অভ্যাস করতে হবে মায়েদের।প্লাস্টিক বোতল একদম নয়। প্লাস্টিকের টক্সিক গর্ভাবস্থাতেও শিশুর ক্ষতি করছে। অধ্যাপিকা সুতপা সাহা প্লাস্টিকের খারাপ দিকগুলো বলতে গিয়ে কেরালার ভয়াবহ বন্যাকে উপমা হিসাবে টেনে আনেন। পর্যটন মন্ত্রী গৌতম দেব সকলের বক্তব্য জানতে চাওয়ায় বুদ্ধিজীবিদের কাছ থেকে ওইসব তথ্য বেরিয়ে আসে।পরে মন্ত্রী জানান,এবার পুজোয় শিলিগুড়িতে পুরস্কার দেওয়ার সময় কোন কোন ক্লাব প্লাস্টিক বিরোধী প্রচারে কিভাবে কাজ করছে সেই অনুযায়ী তারা পুরস্কার দেবেন।