শ্রদ্ধা আর শ্রদ্ধায় নেতাজি স্মরন

নিজস্ব প্রতিবেদন ঃ নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে সোমবার ২৩শে জানুয়ারি বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিনে
গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে সোমবার কিছু শীত বস্ত্র বিতরণ করেন
বাহিন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রায়গঞ্জের কর্ণজোড়া, বারোগণ্ডার স্কুল শিক্ষক
বিপ্লব কুমার মন্ডল।
এদিন সকালে শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম রান ফর ফ্রীডম ফাইটার্স নামে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করে। এদিন সকালে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী বীধিকা চক্রবর্তী। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র গৌতম দেবও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
শিলিগুড়ি মাষ্টারদা স্মৃতি সংঘের হায়দার শাখার পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ।
নিউজলপাইগুড়ি যুবভারতী ক্লাবে নেতাজী সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিনকে শ্রদ্ধার সাথে পালন করতে জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন করা হয়।