
নিজস্ব প্রতিবেদন ঃ দরিদ্র শিশুদের নিয়ে পিকনিক আয়োজন করলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩২২f। সোমবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিলিগুড়ির দাগাপুরের একটি বেসরকারী মলের পার্কে গরীব প্রায় ২০০শোজন শিশুকে নিয়ে দিনভর পিকনিক সহ একাধিক আনন্দময় কর্মসূচীর আয়োজন করা হয়। সেইসব শিশুর মধ্যে সকালের টিফিন থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।তার পাশাপাশি তাদের মধ্যে স্কুলের ব্যাগ এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট গভর্নর হেমন্ত কুমার আগরওয়াল জানান,,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারা বছর ধরেই মানুষের সেবায় নানা কাজ করে থাকে।এবারের এই কর্মসুচি শুধু মাত্র গরীব শিশুদের আনন্দ দেওয়া।শিশুরা দিনভর খাওয়া দাওয়া সহ বিভিন্ন আনন্দ উপভোগ করে।।এদিন দুজন গরীব প্রতিবন্ধীকেও হুইল চেয়ার প্রদান করা হয়।
