বালুরঘাটে চালু ভ্রাম্যমান রক্ত গ্রহন কেন্দ্র

নিজস্ব সংবাদদাতাঃকরোনা আতঙ্কের জেরে অনেকে সেভাবে রক্তদান শিবিরের আয়োজন করছে না। কিন্তু রক্ত ছাড়া হাসপাতালে চিকিৎসা চালানো কার্যত অসম্ভব। তাই বিভিন্ন রকমভাবে বালুরঘাটে রক্ত সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

এবার সেই চেষ্টার অংশ হিসেবে ভ্রাম্যমান রক্ত গ্রহণ কেন্দ্র চালু করল জেলা স্বাস্থ্য দপ্তর । বৃহস্পতিবার সকালে বালুরঘাট শহরের নেপালি পাড়া থেকে রক্ত সংগ্রহ করা শুরু করেছে । বিভিন্ন সংগঠনকে বলে রাখা হয় এজন্য। একটি নির্দিষ্ট স্থান থেকে রক্ত সংগ্রহ করছে এই গাড়ি । প্রচুর মানুষের সমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়ায় পাড়ায় গিয়ে রক্ত সংগ্রহের কাজে বেশি জোর দিচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর।