নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃজলপাইগুড়ি শহরে করোনায় আক্রান্ত এক হোটেল ব্যবসায়ী সহ মোট পাঁচ জন। কনটেনমেন্ট জোন করা হল হোটেল ও ব্যবসায়ীর বাড়ি। হোটেল ব্যবসায়ীর বাড়িতে ভাড়া রয়েছে একটি ব্যাঙ্ক, আগামী ৫দিন বন্ধ করে দেওয়া হলো ব্যাঙ্কটিকে।
জলপাইগুড়ি শহরে একটি অভিজাত হোটেলের মালিক গত ৬দিন থেকে শরীরে জ্বর নিয়ে বাড়িতেই ছিলেন। একটি বেসরকারি প্যাথলজিতে ল্যাবে করোনা টেস্ট করা হলে আজ সেই হোটেল ব্যবসায়ীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।রিপোর্ট পেয়ে জলপাইগুড়ি পুরসভার পক্ষথেকে হোটেল ব্যবসায়ীর বাড়ি, বাড়িতে ভাড়া থাকা ব্যাঙ্ক, হোটেল,সমস্ত জায়গা কনটেনমেন্ট জোন করা হয়েছে। ব্যাঙ্কটিকে আগামী ৫দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার পক্ষথেকে।