নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃকরোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করতে এবার জলপাইগুড়ি পুরসভা এলাকার বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছ ছারার উদ্যোগ নিলো পুরসভা ও মৎস্য দপ্তর।জলপাইগুড়ি পুরসভা এলাকার বিভিন্ন জলাশয়ে মোট ১লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি পুরসভা।ইতিমধ্যে প্রায় ১০হাজার মাছ ছাড়া হয়েছে।
এই গাপ্পি মাছ ডেঙ্গুর এডিস মশার লার্ভা খায় সে কারনেই এই গাপ্পি মাছ বিভিন্ন জলাশয়ে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষথেকে। এছাড়াও মশা মারতে পুরসভা এলাকার ২৫টি ওয়ার্ডে স্প্রে ও ফগিং করছেন পুরকর্মীরা।গত কবছর থেকে সেরকম ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না থাকলেও জলপাইগুড়ি পুরসভা তৎপর রয়েছে। করোনার মতো ডেঙ্গু যাতে মহামারীর আকার নিতে না পারে। জলপাইগুড়ি পুরসভা, জেলা মৎস্য দপ্তর মিলে জলপাইগুড়ি জয়ন্তি পাড়া এলাকায় একটি জলাশয়ে এই গাপ্পি মাছ ছেড়েছে। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে সদা তৎপর রয়েছি।