চারন কবি মুকুন্দ দাস স্মরনে রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন : গত একুশে ফেব্রুয়ারি ছিল চারণ কবি মুকুন্দ দাসের জন্মদিন। শিলিগুড়ির ঐতিহাসিক আনন্দময়ী কালিবাড়ি প্রতিষ্ঠার ক্ষেত্রে একসময় চারণ কবি মুকুন্দ দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই চারণ কবি মুকুন্দ দাসকে স্মরণ করে রবিবার ২৫ শে ফেব্রুয়ারি শিলিগুড়ি ডিআই ফান্ড হাটের পাশে আনন্দময়ী কালীবাড়ি চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করে আনন্দময়ী কালীবাড়ি সমিতি। মোট ৯৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়। সেই সব রক্ত তরাই লায়ন্স ক্লাব এবং মহারাজা অগ্রসেন হাসপাতালে দান করা হয়। আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, এই রক্তদান শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। লায়ন্স ক্লাবের কর্মকর্তা তথা সমাজসেবী এবং পুরসভার বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সেখানে রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন লায়ন সীমা সাহা, পুর কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, সমাজসেবী ও ক্রীড়া ব্যক্তিত্ব রানা দে সরকার এবং আনন্দময়ী কালীবাড়ির বিভিন্ন সদস্য। ভাস্করবাবু জানিয়েছেন, মায়ের পুজোর সঙ্গে সঙ্গে তারা মানুষের সেবার কথা চিন্তা করে মাঝেমধ্যে এ ধরনের রক্তদান শিবির এবং বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করেন। আগামীতেও এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :