সমানে “আলুবাজি” শুরু করেছে ইঁদুরের দল!!দিশাহীন চাষীরা

নিজস্ব প্রতিবেদন : ইঁদুরের ” আলুবাজি”। এমন আলুবাজি শুরু করেছে একদল ইঁদুর যে গ্রামের চাষীরা বিরক্ত। তাদের মাথায় হাত পড়ছে ইদুরের আলুবাজিতে!!
আসলে জমির আলু কেটে ফেলছে সেই ইঁদুরেরা। আলু গাছ টেনে নিয়ে গর্তের মধ্যে লুকিয়ে রাখছে সেই গনেশ-বাবার বাহনেরা। লুকিয়ে রাখা আলু গাছের মধ্যে থাকছে আলুও। ফলে দিশেহীন চাষিরা। জলপাইগুড়ি সদর ব্লকের প্রসন্ননগর পাড়ার চাষী কিশোর কুমার বাড়ুরী এক জানালেন, এবছর তিনি তার নিজস্ব দু বিঘা জমিতে জ্যোতি আলু চাষ করেছেন। কিন্তু আলু পূর্ণাঙ্গভাবে ফলতেই ইঁদুরেরা অত্যাচার শুরু করেছে। একদিকে আলু গাছ কেটে দিচ্ছে ইঁদুরগুলো, আবার গর্ত করে তারমধ্যে লুকিয়ে রাখছে উৎপাদিত আলু। তাই দিশাহীন হয়ে পড়ছেন চাষীরা। এভাবে ইঁদুরের আলুবাজি বা অত্যাচার চলতে থাকলে তাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে বলে চাষীরা জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —