
নিজস্ব প্রতিবেদন ঃ মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও ভালো ফল জলপাইগুড়ি পুঁটিমারী সারদা বিদ্যামন্দিরের। এবছর মোট শিক্ষার্থী ছিল ২৮ জন। সাফল্য এসেছে ১০০ শতাংশ ।

১৫ জন শিক্ষার্থী ৭৫ শতাংশের বেশি নম্বর এবং ১০ জন শিক্ষার্থী ৬০ শতাংশ ও তার বেশি নম্বর পেয়েছে।এবার উচ্চ মাধ্যমিকে
সারদা বিদ্যামন্দিরে শতকরা ৮৯.২৮ শতাংশ শিক্ষার্থী
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ।
নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের মধ্য দিয়ে পড়াশোনা হয় এই স্কুলে। এই সাফল্যে খুশি বিদ্যালয়ের আচার্য/ আচার্যা সহ অভিভাবক – অভিভাবিকারাও । এই মুহূর্তে সেই বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া চলছে।আগামী দিনে ১০০ শতাংশ শিক্ষার্থীর প্রথম বিভাগে উত্তীর্ণই শুধু নয়, দেশের একজন সুনাগরিক ও ভালো মানুষ নির্মাণেও একশো শতাংশ সাফল্য অর্জন করাই লক্ষ্য এই বিদ্যালয়ের।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে দেখুন—