চিকিৎসকের মহতি প্রয়াস,শিলিগুড়িতে বিনামূল্যে ডায়াবেটিস ক্লিনিক

নিজস্ব প্রতিবেদন ঃ  চিকিৎসক হলেও দিনরাত চেম্বারে বসে অর্থ রোজগার করাটাই তাঁর মুখ্য কাজ নয়।নিজের জীবনধারনের জন্য অর্থ অবশ্যই প্রয়োজন কিন্তু সামাজিক ও মানবিক দায়বদ্ধতাকে কখনোই উপেক্ষা করে নয়।চিকিৎসকদের সমাজের প্রতি বিরাট দায়বদ্ধতা রয়েছে এই ভাবনা থেকে সবসময় কাজ করে চলেছেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। সেই মানবিক ও সামাজিক ভাবনা থেকেই বুধবার শিলিগুড়ি মুখার্জি নার্সিং হোমে “হিল ডায়াবেটিস’ নামে এক ক্লিনিকের সূত্রপাত ঘটালেন ডাক্তার পাল। শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটার এবং মুখার্জি হাসপাতালের লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে শুরু হলো এই ডায়াবেটিস ক্লিনিক। এখন প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস, তাই প্রতি রবিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ওই নার্সিং হোমে ওই ক্লিনিক বসবে। শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের লায়ন্স ক্লাবের সভাপতি ডাঃ শীর্ষেন্দু পাল। মানবিক এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন,মানুষের সেবায় প্রায় প্রতিদিনই তিনি কিছু না কিছু করেন।দুঃস্থদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ওষুধ বিলি করেন তিনি। এই ডায়াবেটিস ক্লিনিক সেসবেরই একটি অঙ্গ। প্রসঙ্গত মানবিক ও স্পর্শকাতর মন নিয়ে কাজ করায় বহু সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ডাঃ শীর্ষেন্দু পাল। বুধবারের সেই অনুষ্ঠানে লায়ন সুরেশ সিনহল সহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—