মুখে মাস্ক না থাকায় মালদাতে গ্রেফতার চার, শিলিগুড়িতেও গ্রেফতারের দাবি

নিজস্ব সংবাদদাতাঃ পুরাতন মালদা এলাকায় করোনা ভাইরাস প্রায় গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করতে চলেছে। কিন্তু এখনো জনসাধারণের মধ্যে নেই কোন সচেনতা নেই। তাই এবারে ময়দানে নামলো মালদা থানার পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জনবহুল এলাকা থেকে প্রায় চার জন যুবককে মাক্স না থাকায় ত গ্রেফতার করা হয় । ধৃত যুবকদের বাড়ি মঙ্গলবাড়ী কোর্ট স্টেশন এলাকায়। শুক্রবার তাদের জেলা আদালতে পাঠানো হয় । জানা গেছে বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

এদিকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে করোনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় এ শহরেও কড়াকড়ি ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে। শিলিগুড়ির ব্যবসায়ীদের একাংশ এবং অন্যরা বলেন, বহু মানুষ শিলিগুড়িতে করোনাকে পরোয়া করছে না। তাদের মুখে মাস্ক থাকছে না। অনেকে মাস্ক দিয়ে নাক মুখ না ঢেকে মাস্ক গলায় ঝুলিয়ে রাখছে। এইসব ছাগলদের জন্য করোনা সংক্রমণ বাড়ছে বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। মাস্ক না পড়া লোকজনদের অবিলম্বে ব্যাপকহারে গ্রেফতারের দাবি উঠেছে শিলিগুড়িতে।