শিলিগুড়ি শহর ও সংযোজিত এলাকার চারটে হাট-বাজার সোমবার থেকে সাত দিন বন্ধ

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান পরিস্থিতিতে শিলিগুড়ি শহরে ক্রমাগত কোভিড সংক্রমণের বৃদ্ধি পেতে থাকায় ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের সাথে কথা বললেন। শিলিগুড়ি শহর ও পুরসভার সংযোজিত এলাকার বিভিন্ন হাট-বাজার যেখানে ভিড় বেশি হচ্ছে এবং সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেশি অথবা সংক্রমনের সম্ভাবনাও বেশি রয়েছে, সেই সকল স্থানগুলোতে লকডাউন বিধি কঠোরভাবে কার্যকরী করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী । এই পরিপ্রেক্ষিতে জেলা-প্রশাসনের পক্ষ থেকে শিলিগুড়ি শহর তথা সংযোজিত এলাকার চারটি হাট-বাজার আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিলিগুড়ির ১৮, ২৮ ও ৪৬ নং ওয়ার্ডে লকডাউন বিধি সম্পূর্ণ কার্যকরী করা ও বাজারগুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে নতুন করে করোনায় সংক্রামিত হলেন আরও ১৭ জন। এদিন শুক্রবার সকালে মালদা মেডিক্যাল কলেজ থেকে এই রিপোর্ট এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।জেলার কুমারগঞ্জের একজন স্বাস্থ্যকর্মী, একজন পুলিশকর্মী সহ মোট ৮ জন, গঙ্গারামপুর ব্লক অফিসের ৬ জন কর্মী সহ মোট ৭ জন এবং বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকার দুজনের কোভিড পজিটিভ এসেছে।এদিনের ১৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৯ জন। এর আগে জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৮৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।