অত্যাধুনিক ধাঁচে এবার সাজিয়ে তোলা হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশনকেও

নিজস্ব প্রতিবেদন : নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল শিলিগুড়ি জংশন স্টেশনের। অমৃত ভারত প্রকল্পের আওতায় জংশন স্টেশনকেও এবার অত্যাধুনিক ধাঁচে সাজিয়ে তোলা হবে। আর সেই কাজের শিলান্যাস হল সোমবার। দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্টা সহ দুই বিধায়ক শংকর ঘোষ এবং শিখা চ্যাটার্জী এবং রেলের আধিকারিকরা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, বাগরাকোট এলাকায় রেল লাইনের ওপর দিয়ে ফুট ওভার ব্রিজ তৈরি করা প্রয়োজন৷ এছাড়াও ঠাকুরনগর এলাকায় রেল ওভার ব্রিজের জন্য টাকা বরাদ্দ হয়েছে, সমস্ত জট কাটিয়ে সেই কাজ দ্রুত শুরু হওয়া প্রয়োজন। একইসঙ্গে শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা যাতে দেওয়া যায় সেই বিষয়েও সওয়াল করেন তিনি।

সাংসদ রাজু বিস্টা বলেন, তাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়ে ১৩ হাজার ৮০০ কোটির বাজেট হয় রেলের উন্নয়ন কল্পে।এই বাজেট অনুযায়ী উত্তরের আটটি স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। সেই তালিকায় নাম রয়েছে শিলিগুড়ি জংশন স্টেশনেরও।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–