করোনা সচেতনতায় খবরের ঘন্টার উদ্যোগে এবার নাটক জংলি ও মংলি

নিজস্ব প্রতিবেদনঃ করোনা সচেতনতায় এবার খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হল নাটক জংলি ও মংলি। খবরের ঘন্টার ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউ টিউবে তা পোস্ট হয়েছে। নাটকটি তৈরিতে বিশেষভাবে সহায়তা করেন খবরের ঘন্টার সহসম্পাদিকা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিল্পী পালিত।

করোনার জেরে লকডাউন শুরু হওয়ার পর থেকে খবরের ঘন্টা ঘরবন্দি মানুষকে বিভিন্নরকম সৃজনমূলক কাজে উৎসাহ দেওয়া শুরু করে। করোনা ভাবনার ওপর ইতিবাচক সৃজনমূলক বিভিন্ন কাজ যেমন অঙ্কন, অনু গল্প, সঙ্গীত, কবিতা, লেখালেখির আহ্বান করে খবরের ঘন্টা। তাতে বিভিন্ন মানুষ সাড়া দেন। শিশু কিশোরেরা করোনার ওপর সুন্দর সুন্দর সব ছবি পাঠাতে থাকে। সেসব পোস্ট হতে থাকে খবরের ঘন্টার ফেসবুক পেজ, গ্রুপ বা ইউ টিউব বা এই ওয়েবপোর্টালে। এরমধ্যে খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ করোনা সচেতনতায় একটি গল্প-নাটক লিখে ফেলেন, জংলি ও মংলি। সেটি ফেসবুক পেজে পোস্ট হতেই বহু মানুষ তারিফ করতে থাকেন। আর সেই সময় খবরের ঘন্টার সহসম্পাদিকা শিল্পী পালিতের মাথায় আসে যে জংলি ও মংলি নিয়ে নাট্য রুপ তৈরি হতে পারে। শিল্পীদেবীর মাথায় সেটি আসার পরপরই তিনি সম্পাদক মহাশয় বিষয়টি জানান। সম্পাদকও তাঁর সৃজনমূলক ভাবনাকে তারিফ করেন। এরপর শিল্পীদেবীর প্রয়াসেই শিলিগুড়ি শিল্পীতীর্থের নাট্যকার অপুরানী উকিল ( ভৌমিক) এবং বানী সিংহরায় জংলি ও মংলির নাট্যরুপ দিতে তড়িঘড়ি অনলাইনে অভিনয় শুরু করেন। নাটকটিকে ফুটিয়ে তুলতে তাদের অসাধারণ অভিনয় দক্ষতার তারিফ করেন বহু দর্শক ও পাঠক। আর এনিয়ে টইমস অফ ইন্ডিয়া গ্রুপের বাংলা সংবাদপত্র এই সময় সংবাদ পরিবেশন করে খবরের ঘন্টার কাজকে স্বীকৃতি দিয়েছে। এজন্য খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ এই সময় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। খবরের ঘন্টার সম্পাদক শিল্পী পালিত, অপুরানী উকিল এবং বানী সিংহরায় এর প্রতিও সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। আসুন এবার নিচের লিঙ্কে ক্লিক করে নাটকটি দেখে নেওয়া যাক —