নিজস্ব সংবাদদাতাঃ গত শুক্রবার রাতে পুরাতন মালদা শহরের বিভিন্ন জনবহুল এলাকায় মালদা থানার উদ্যোগে এবং আইসি শান্তিনাথ পাঁজার নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে যেসব ব্যক্তি মুখে বিনা মাক্সে জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক দূরত্ব না মেনে অযথা যেখানে-সেখানে আড্ডা মারছেন সেসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড, মঙ্গলবাড়ী সদরঘাট ও মির্জাপুর মোড়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় মুখে মাক্স না থাকায়। এ বিষয়ে মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান যে ,পুরসভার শহর এলাকায় যেভাবে করোনা মহামারী ছড়াচ্ছে তাতে গোষ্ঠী সংক্রমণ হতে বেশি সময় লাগবে না। অথচ শহরবাসীর অনেকেই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মুখে মাক্স না পড়ে অযথা যেখানে-সেখানে ভিড় জমাচ্ছে। তাই এবার থেকে মালদা থানার পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নেবে এমনকি দোকানদারদের হুঁশিয়ারি দেওয়া হয় এই বলে যে যেসব ক্রেতার মুখে মাক্স থাকবে না তাদের কাছে কোনও পণ্য বিক্রি করা যাবে না এবং খাবারের দোকানগুলোতে দাঁড়িয়ে খাওয়া চলবে না।