নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃলকডাউন থেকে আনলক।ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।তবে পার্ক এবং বন পর্যটন কেন্দ্রগুলোকে খোলার আগে ভেবেচিন্তে পা ফেলতে চায় বন দফতর।বেঙ্গল সাফারি সহ রাজ্যের বিভিন্ন জু এবং মিনি জু খুলে দেওয়ার আগে সব দিক খতিয়ে দেখতে চায় বন দফতর।
শনিবার জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গলের মান্তাদারিতে বন সুরক্ষা কমিটির ২৮০টি পরিবারের সদস্যদের হাতে ত্রান সামগ্রী তুলে দিতে এসে বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় জানান,কোনওরকম তাড়াহুড়ো নয়।ভেবেচিন্তে পা ফেলতে চান তারা।সংক্রমণ এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে বেঙ্গল সাফারি এবং জু খোলা যাবে সেই নিয়ে সোমবার বনাধিকারিকদের নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে বন মন্ত্রী জানিয়েছেন।শনিবার মান্তাদারি বিট অফিসে বনদপ্তরের পক্ষথেকে ২৮০টি পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন ধরনের ত্রানসামগ্রী তুলে দেন বনমন্ত্রী। উপস্থিত ছিলেন বনদপ্তরের অন্যান্য আধিকারিকরাও।