নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ সোমবার শ্রাবণের শুক্লা অষ্টমীতে ময়নাকাঠ পুজোর মধ্য দিয়ে রাজ আমলের বড় দেবীর পূজার সূচনা হলো।
কোচবিহার রাজ পরিবারের ৫০০ বছর অতিক্রান্ত বড়দেবীর পুজোর সূচনা হলো। সোমবার গুঞ্জবাড়ির ডাঙ্গরাই মন্দিরে ময়না কাঠের যুগচ্ছেদনের পর বিশেষ পুজোর মধ্য দিয়ে সূচনা হয় এই পুজোর। তৎকালীন কোচবিহারের মহারাজা বিশ্ব সিংহের আমল থেকে এই পুজোর শুরু । দুর্গা পুজোর সাথে এই বড় দেবীর পুজোর কিছুটা মিল থাকলেও রক্তবর্ণ এই দেবীর পুজো একটু আলাদা। দুর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ থাকলেও এই বিশাল আকৃতির বড় দেবীর সাথে থাকে জয়া ও বিজয়া। শ্রাবণের শুক্লা অষ্টমীতে পুজোর জন্য ময়না গাছ কেটে নিয়ে আসা হয় ডাঙ্গরাই মন্দিরে। সেখানে মহাস্নান, বেদ মন্ত্র উচ্চারণ এর মধ্য দিয়ে বিশেষ পুজো সম্পন্ন হয়। আজ সন্ধ্যায় প্রথা মেনে রাজপরিবারের দুয়ারবক্সি ডাঙ্গরাই মন্দির থেকে সেই ময়না কাঠ নিয়ে যাবেন মদনমোহন মন্দিরে। সেখানেই সেই ময়নাকাঠের একমাস বিশেষ পূজো হবে। তারপর রাধা অষ্টমীতে সেই ময়না কাঠ বড় দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে মহাস্নান বিশেষ পুজোর পর ময়নাকে ট্রলিতে স্থাপন করে সেখানে ৩ দিন হাওয়া খাওয়ার পর বড় দেবীর প্রতিমা গড়ার কাজ শুরু হবে। তবে এবার আশ্বিন মাস মল মাস পড়ায় এক মাস ঢেকে রাখা হবে। তবে প্রথা মেনে পুজো হলেও এবছর করোনা আবহের কারণে বড় দেবীর মন্দিরে দর্শনার্থীরা প্রবেশাধিকার পাবেন কিনা তা করোনা পরিস্থিতির উপর নজর রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।