ছাত্রীরা রীতিমতো প্রশিক্ষণ নিয়ে পুজো করলো এই স্কুলে

নিজস্ব প্রতিবেদনঃ কখন পুরোহিত আসবে, কখন পুজো হবে,কখন অঞ্জলি হবে, কখন উপোস ভাঙবে তার জন্য অপেক্ষায় না থেকে স্কুলের ছাত্রীরাই সরস্বতী পুজোর পুরোহিত। শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলে বিগত পাঁচ বছর ধরে এভাবেই সরস্বতী পুজো হয়ে আসছে। এবারে নবম শ্রেণীর অনামিকা বাগচী এবং একাদশ শ্রেণীর অঙ্কিতা রায় পুজো করলো। পুজো করার আগে তাঁরা অবশ্য
প্রশিক্ষণ নিয়েছে স্কুলের ভূগোল শিক্ষক কাঞ্চন অধিকারীর কাছ থেকে। এই নিয়ে পঞ্চম বছর বেশ উৎসাহ উদ্দীপনায় স্কুলের ছাত্রীরাই পুরোহিতের ভূমিকা পালন করলো ওই স্কুলে। এর আগর বছরগুলোতে স্কুলেরই ছাত্রী
স্নিগ্ধা , আয়েশা, স্নেহা তিথির পুরোহিতের ভূমিকা পালন করে। সবমিলিয়ে ছাত্রীদের পুজো করার প্রশিক্ষণ দিয়ে এই স্কুল অন্য পরিবেশ তৈরি করছে। স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সঙ্গে শিক্ষিকা
অন্তরা বিশ্বাসও বেশ খুশি এই নতুন পুজোর ব্যবস্থায়।