নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সেভক রোডের সারদা শিশু তীর্থে বৃহস্পতিবার ভিন্নভাবে পালিত হয় সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো। সাধারণতন্ত্র দিবস পালনের জন্য অভিনব এক পন্থা অবলম্বন করে ওই স্কুল কতৃপক্ষ। স্কুলের প্রাক্তনী, যাঁরা ত্রিশ বছর আগে স্কুলের প্রথম ব্যাচের ছাত্র ছিল।তাদের মধ্যে একজন শুভ্রজ্যোতি পাল, ১৯৯৩ সালের ২১শে মার্চ ওই স্কুলের বাংলা বিভাগে ভর্তি হয়েছিল সে।তখনই ওই স্কুলের যাত্রা শুরু হয়েছিল।
আবার রাকেশ শা ১৯৯৩ সালের ২২শে মার্চ হিন্দি বিভাগের ছাত্র ছিল। বৃহস্পতিবার সারদা শিশু তীর্থর সেভক রোডস্থিত স্কুলে এই দুই প্রাক্তনী জাতীয় পতাকা উত্তোলন করে।স্কুলের নিয়মশৃঙ্খলা এবং প্রাক্তনীদেরও মনে রাখার জন্য ওই দুজন আপ্লুত। তাঁরা স্কুলের প্রতি কৃতজ্ঞতা জানায়।সাধারণতন্ত্র দিবস পালনের সঙ্গে সরস্বতী পুজোয় ছিলো বিভিন্ন অনুষ্ঠান।মাতৃবন্দনা, পুস্পাঞ্জলি, প্রসাদ গ্রহণের সঙ্গে আল্পনা প্রতিযোগিতা, সংস্কৃত প্রদর্শনী বেশ উল্লেখ করার মতো।বিভিন্ন সামগ্রীর সংস্কৃত নাম ও তার প্রয়োগ এই সংস্কৃত প্রদর্শনীর বিশেষ অঙ্গ ছিলো। সেই অনুষ্ঠানে স্কুলের সহ সভাপতি রামঅবতার বেরিলিয়া,কমলেশ সরকার, সমরনাথ চট্টোপাধ্যায়, প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আরতি,শঙ্খ বাদন,ধুনুচি নাচও ছিলো প্রতিযোগিতার মধ্যে। তাতে স্কুলের প্রাক্তনী ছাড়াও অভিভাবক অভিভাবিকারা অংশ নেন।সবমিলিয়ে সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোর অনুষ্ঠান অন্যমাত্রা পায় ওই স্কুলে।