লাগাতর বৃষ্টি, উত্তর দিনাজপুরের দোমহনায় নদীর জল বেড়ে যাওয়ায় উদ্বেগ

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতর বৃষ্টির ফলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমহনাতে সুধানি নদীর জল বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াতের একটি মাত্র ব্রিজ দোমহনা। নদীর জল ক্রমশ বেড়ে যাওয়ার ফলে, নদীর জল ব্রীজ ছুই ছুই হওয়ায়, লরি চালকরা আতঙ্ক নিয়ে সুধানি নদীর দোমহনা ব্রিজের উপর দিয়ে লরি চালিয়ে যাতায়াত করছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিপদের মধ্যে রয়েছে দোমহনা ব্রীজ। ব্রীজে আটকে থাকা কচুরিপানা পরিস্কার করতে জেসেবি মেশিন দিয়ে কাজ চালাচ্ছে প্রশাসন। ব্রীজের উপর ধীর গতিতে লরি যাতায়াত করার ফলে, ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। লরির চালকরা জানিয়েছেন, ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের জন্য তাদের অনেক সমস্যা হচ্ছে। একদিকে জাতীয় সড়কের বেহাল দশা, অন্যদিকে সুধানীর ওপর দিয়ে দোমোহনা ব্রীজের এই সমস্যা নিয়ে আতংকিত গাড়ি চালকেরা। দিনের পর দিন তারা যানজটের মধ্যে পড়ে থাকায়, চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন লরি চালকেরা।

অন্যদিকে সুধানী নদীর জলে বেশ কয়েকটি গ্ৰাম সহ ২০০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষরাও বন্যার আতংকে দিন কাটাচ্ছেন।