কবিতা, গান, নাটক রচনা করে চলেছেন রায়গঞ্জের গুরুপদ সরকার

শিল্পী পালিতঃআজ উত্তরদিনাজপুরের কর্নজোড়া এলাকার বাসিন্দা গুরুপদ সরকারের কথা মেলে ধরা হলো —

আমি গুরুপদ সরকার, পিতা মৃত-কাঞ্চীরাম সরকার। গ্রাম-ছোটপারুয়া,পোস্ট অফিস-কর্ণজোড়া ,থানা রায়গঞ্জ ,জেলা উত্তর দিনাজপুর । আমার পেশা কমার্শিয়াল আর্ট ও ডেকোরেশন ।আমি গ্রামের একজন অতি সাধারন ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা নেই তবে সচরাচর নতুন কিছু করতে ইচ্ছা করে ।ইচ্ছা করে ছন্দে ছন্দে মেলবন্ধন স্থাপন করে মানুষের মাঝে কিছু তুলে ধরতে। তাই এই খেয়ালী মনের ভাবনার বিকাশ ঘটাতে কিছু কবিতা, গান এবং নাটক রচনা করেছি।জানিনা আমার ক্ষুদ্র জ্ঞানের,কষ্টের ফসল কোথাও কোন দিন মূল্যায়ন হবে কিনা! আবৃত্তি, অভিনয় দুটোই আমার পছন্দের। মঞ্চে দাঁড়িয়ে প্রাণ খুলে দর্শকদের মনোরঞ্জন করতে চেষ্টা করি। জানি না আমার বলার ভঙ্গিমা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের চিত্তবিনোদনের কতটুকু অংশপূরণ করতে পেরেছি। তবে এসব নিবেদন করে আমি তৃপ্তি পাইনি এটা বললে মিথ্যে কথা বলা হবে ।আজ পর্যন্ত কোন প্রকারের আলোকে পৌছাবার মতন সৌভাগ্য আমার হয়নি। যদি কোন প্রতিভা থেকে থাকে সেটাও রয়ে গেছে পর্দার অন্তরালে। করোনা এবং আমফান নিয়ে তিনটি স্বরচিত কবিতা আবৃত্তি করে স্বনামধন্য নিউজ পোর্টাল খবরের ঘন্টায় প্রেরন করছি যদি আপনাদের মাধ্যমে পর্দার অন্তরালে ভেদ করে আলোর সম্মুখীন হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব এবং এই চ্যানেলের কাছে চির কৃতজ্ঞ থাকব।