ফি বকেয়া থাকলেও পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, নির্দেশ পর্যটন মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৮ জুলাইঃ করোনা পরিস্থিতিতে যারা বেসরকারী স্কুলের ফি মেটাতে পারেনি, সেই সব ছাত্রছাত্রীকে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। মঙ্গলবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার প্রতিটি বেসরকারী স্কুলকে এমনই নির্দেশ দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই জেলার জেলা শাসকের মাধ্যমে প্রতিটি বেসরকারী স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিন পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনার আবহে অনেক অভিভাবকের পক্ষেই তাদের ছেলেমেয়েদের স্কুলের ফি মেটানো সম্ভব হয়নি। ফলে সেসব ছাত্রছাত্রীরা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় অনেক অভিভাবকই শরনাপন্ন হয়েছেন তাঁর। তাই এই বিষয়ে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের ক্ষেত্রে যাতে কোন প্রভাব না পড়ে সেই কথা মাথায় রেখেই প্রতিটি বেসরকারী স্কুলকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা নিতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সরকারী নির্দেশিকা মেনেই স্কুল ফি নিতে হবে স্কুলকর্তৃপক্ষকে।