পাহাড়ে ধস, যোগাযোগ বন্ধ মিরিক-শিলিগুড়ির

নিজস্ব সংবাদদাতাঃ রাতভর প্রবল বৃষ্টিতে ধস পড়ার ঘটনা ঘটেছে পাহাড়ের একাধিক জায়গায়। মিরিক থেকে শিলিগুড়ি সংযোগকারি রাজ্য সড়কের একাধিক জায়গায় ধস পরে বন্ধ হয়ে গিয়েছে মিরিক এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ। অন্যদিকে, পানিঘাটা এবং দুধিয়ার মধ্যে সংযোগকারী রাস্তাতেও বেশ কয়েকটি জায়গায় ধস পড়েছে। প্রবল বৃষ্টিতে মাটি ধসে ক্ষতিগ্রস্থ হয়েছে খর্বু চা বাগান।

জলপাইগুড়ি ঃ-রাত ভর বৃষ্টি হয়েছে পাহাড় এবং সমতলে। সেই কারনে হুহু করে জল বেড়েছে সব নদীর। এরকমই মালবাজার মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীর জলে ধসে পরলো লীস নদীর ওপর রেল সেতুর নিচের এক সাইডের মাটি এবং গার্ডওয়াল। যার ফলে রেল লাইনের কিছু অংশ ঝুলে রয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় রেল দপ্তরের আধিকারিকেরা। ছুটে যায় গ্রামবাসিরাও। বর্তমানে এই রুটের ট্রেন চলাচলও বন্ধ হয়ে রয়েছে। যেভাবে রেল লাইনে নিচের মাটি সরে লাইন ঝুলছে তাতে দু তিন দিন সময় লাগবে বলে স্থানিয় মানুষজন এর বক্তব্য।