রাতভর মুষলধারে বৃষ্টি, বাগরাকোটে সেতু ভেঙে মৃত ২

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ রাতভর মুষলধারে বৃষ্টির জেরে মালব্লকের বাগরাকোটের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে জুরন্তি খোলার সেতুর উপর একটি কলা বোঝাই পিকাপভ্যান উঠতেই সেতুর একটি অংশ ভেঙ্গে পিকাপভ্যানটি নদীতে পরে যাওয়ার ফলে মৃত্যু হলো পিকাপভ্যানের চালক ও খালাসির।সেই সাথে সেতু ভেঙ্গে যাওয়ায় শিলিগুড়ির সাথে ডুয়ার্সের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।ঘটনার পর সেতুটিকে সম্পুর্ন বন্ধ করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষথেকে।

স্থানীয় সুত্রে জানা গেছে শিলিগুড়ি থেকে একটি পিকাপভ্যান কলা বোঝাই করে আসামের দিকে যাচ্ছিল ভোররাতে। মালবাজার মহকুমার বাগরাকোট এলাকায় ৩১নম্বর জাতীয় সড়কের উপর জুরন্তি খোলা সেতুতে পিকাপভ্যানটি উঠতেই সেতুর একটি অংশ ভেঙ্গে পিকাপভ্যানটি নদীতে পরে যায়।ব্যাপক আওয়াজ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন সেতুটি ভেঙ্গে গেছে। পাশাপাশি সেখানেই পরে রয়েছে কলা বোঝাই পিকাপভ্যানটি। মালবাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পিকাপভ্যানের চালক ও খালাসিকে উদ্ধার করলে দেখা যায় চালক ও খালাসি দুজনেরই মৃত্যু হয়েছে। মৃত চালক ও খালাসির নাম পরিচয় জানার চেষ্টা করছে মালবাজার থানার পুলিশ।এই ঘটনার পর জুরন্তি খোলা সেতু সম্পুর্ন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে শিলিগুড়ি ও ডুয়ার্সের যোগাযোগ ওই ৩১নম্বর জাতীয় সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।এদিকে রাতভর মুষলধারে বৃষ্টির জেরে অন্যান্য বহ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায় বেশ কিছু দোকানে জল প্রবেশ করে। ব্যবসায়ীদের মাথায় হাত।