নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৯ জুনঃ হোয়াটসআপ গ্রুপের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের যাবতীয় তথ্য রোগীর পরিজনদের দেবে শিলিগুড়ি পুরসভা। এই তথ্য প্রদানে পুরসভাকে সহায়তা করবে জেলা স্বাস্থ্য দফতর। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে সোমবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে দার্জিলিংয়ের জেলা শাসক, পুলিশ কমিশনার, শিলিগুড়ি পুর কমিশনার, ব্যবসায়ী সমিতি এবং এনজিওদের নিয়ে একটি বৈঠক করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সম্প্রতি শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের এক করোনা আক্রান্তের মৃত্যুর খবর পরিবারকে না জানিয়ে সৎকার করে দেয় স্বাস্থ্য দফতর। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে জেলা স্বাস্থ্য দফতরকে। এই প্রসঙ্গে বৈঠক শেষে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনা নিয়ে রোগী ও রোগীর পরিজনদের সঙ্গে স্বাস্থ্য দফতরের মধ্যে বিভিন্ন সময়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই বিভ্রান্তি দূর করতে করোনা আক্রান্ত রোগীদের নিয়ে একটি হোয়াটসআপ গ্রুপ তৈরি করা হবে। এর দায়িত্ব নেবে শিলিগুড়ি পুর সভা। শিলিগুড়ি পুরসভাকে করোনার যাবতীয় তথ্য প্রদান করবে জেলা স্বাস্থ্যদফতর। এই গ্রুপের মাধ্যমে রোগীর পরিজনেরা যাবতীয় তথা জানতে পারবে।