নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ২৯শে জানুয়ারি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজীর ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে ছিলো প্রভাত ফেরী,আলোচনা সভা,অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকালে শিলিগুড়ি সুভাষ পল্লীর ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে স্বামী প্রণবানন্দজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এ-উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা হয়।দুপুরে স্থানীয় নেতাজি হাইস্কুলে এ-উপলক্ষ্যে কবিতা, আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠান হয়। বিকালে ছিলো বিশেষ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ভারত সেবাশ্রম সংঘের তরফে ভারপ্রাপ্ত প্রধান স্বামী ধর্মাত্মানন্দ মহারাজ বলেন, এই বিশেষ পুণ্য তিথিকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেবামূলক কাজের অঙ্গ হিসাবে শীত বস্ত্র বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়। সমাজ সংস্কারক শ্রীশ্রী প্রণবানন্দজী, এ বিষয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।