করোনা আবহে রক্ত দিয়ে প্রান রক্ষা তিন মুমূর্ষু রোগীর

নিজস্ব সংবাদদাতা,চাঁচলঃ৩০ জুলাই করোনা আবহে রক্তেরও সঙ্কট দেখা দিয়েছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। মুমুর্ষ রোগীদের রক্ত জোগানে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ রাজনৈতিক দলেরা। তারই মধ‍্যে বৃহস্পতিবার তিনজন মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে প্রান বাঁচালেন চাঁচল ডিওয়াইএফআই এর লোকাল কমিটির সদস‍্যরা। এদিন তারা হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কে রক্ত দিয়ে যান বলে খবর।

হাসপাতাল সূত্রের খবর, হাজাতপুরের এক প্রৌঢ় গোলাম মোস্তফা(৭৫)B+ ,চাঁচলের সাহেব আলী(২০)B+ ও সুহান আলী(০৮) AB+ এরা সকলে থ‍্যালাসেমিয়া রোগে ভুগছেন। তাদের দেহে রক্তের পরিমান কম থাকায় আশঙ্কাজনক অবস্থা ছিল তাদের। খবর পেয়ে রক্তের জোগানে এগিয়ে আসেন চাঁচল ডিওয়াই এফ আই লোকাল কমিটির সদস‍্যরা। কমিটির সম্পাদক সানাউল্লাহ খান জানান, আজকে নয়, করোনা আবহের শুরু থেকে প্রতিনিয়ত আমরা সঙ্কটজনক মুহুর্তে রক্ত জোগানে এগিয়ে আসছি।