ক্যান্সার আক্রান্ত অভুক্ত সব্জি বিক্রেতার পাশে সমাজসেবী

নিজস্ব প্রতিবেদনঃ অর্থের অভাবে চিকিৎসা না করিয়ে বাড়িতে অভুক্ত অবস্থায় পড়ে থাকা এক সব্জি বিক্রেতাকে রাঙাপানি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে ভর্তি করলেন শিলিগুড়ির সমাজসেবী মদন ভট্টাচার্য। শুক্রবার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে তিনি ওই কাজটি করেছেন বলে মদনবাবু জানিয়েছেন।

শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোঁসাইপুর ফইরানিজোতে বাড়ি সব্জি বিক্রেতা শরৎ সিংহের। শীতগ্রীষ্ম উপেক্ষা করে তিনি ঠেলাগাড়ি সব্জি নিয়ে রাস্তায় ফেরি করেন। তার এক মেয়ে আাগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। আর এক ছেলে নবম শ্রেণিতে পড়ে। নয় মাস আগে শরৎ সিংহের গলায় ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে তার কাজকর্ম প্রায় লাটে ওঠে। ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। টাকার অভাবে চিকিৎসাতো দূরের কথা, পরিবারে নিয়মিত রান্নাবান্নাও বন্ধ হয়ে যায়। গোটা পরিবারে কান্না আর না খেয়ে সময় কাটানোর অভ্যাস শুরু হয়। শিলিগুড়ির সমাজসেবী মদন ভট্টাচার্য খবরটি পেয়েই আর চুপ করে থাকতে পারেননি। শুক্রবার মদনবাবু গোঁসাইপুরের ওই পরিবারে যান। তিনি সকলের সঙ্গে কথা বলে সাহস দেন। তারপর নিজেই একটি এম্বুলেন্স ডাকেন। অন্য একজনকে সঙ্গে নিয়ে নিজেই শরৎ সিংহের স্ট্রেচার টানতে শুরু করেন। তিনি উদ্যোগ নিয়ে রাঙাপানি ক্যান্সার হাসপাতালে ভর্তি করেন এই সব্জি বিক্রেতাকে। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। একইসাথে সিংহ পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তিনি তুলে দেন। টাকার অভাবে তার দুই ছেলেমেয়ের পড়াশোনা যাতে বন্ধ না হয় সেজন্যও মদনবাবু আশ্বস্ত করেছেন শরৎ সিংহকে।