নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ বনদপ্তরের বৃক্ষরোপন কর্মসূচিতে সাড়া দিয়ে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিকদের মধ্যে ১০হাজার চারা গাছ বিতরন করার উদ্যোগ নিলো বাগান কর্তৃপক্ষ। বনদপ্তরের উদ্যোগে চা বাগান কর্তৃপক্ষকে মোট ১০হাজার চারা গাছ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে চা বাগানের শ্রমিকদের মধ্যে এই চারা গাছ বিতরন শুরু করে বাগান কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি শহরের পাশে অবস্থিত ডেঙ্গুয়াঝাড় চা বাগান। বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলে শ্রমিকের সংখ্যা প্রায় ৩হাজার।রাজ্য বনদপ্তরের আবেদনে সাড়া দিয়ে চা বাগানের শ্রমিকদের মধ্যে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন ধরনের চারা গাছ বিতরন করার কাজ শুরু হলো। চাবাগানে মোট ১০হাজার চারা গাছ বিলি করা হবে বলে জানিয়েছেন চা বাগানের ম্যানেজার। এই চারা গাছগুলির মধ্যে আম,লেবু সহ বিভিন্ন ধরনের ফলের গাছ বিতরন করা হয়।সমস্ত চারা গাছগুলি বনদপ্তরের পক্ষ থেকে বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।আজ চা বাগানের সামনে একটি মঞ্চ করে বনদপ্তর ও চা বাগানের আধিকারিকরা শ্রমিকদের হাতে তুলে দেন এই চারা গাছ গুলি। করোনা প্রকোপের কারনে সবথেকে বেশি লেবুর চারা গাছ নিচ্ছেন শ্রমিকরা। এই অনুষ্ঠানে চা বাগানের ম্যানেজার জীবন প্রকাশ পান্ডে, উত্তরবঙ্গের মুখ্য বনপাল গঙ্গাপ্রসাদ ছেত্রী উপস্থিত ছিলেন। চা বাগানের একটা অংশে আজ বিতরন করা হলেও বাকি অংশে আগামীতে দেওয়া হবে বলে জানিয়েছেন বাগানের ম্যানেজার জীবন প্রকাশ পান্ডে।