শিলিগুড়িতে অন্যরকম মানবিক প্রয়াস, ফুটপাথ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদনঃ বছর শুরুর দ্বিতীয় দিনে অন্যরকম এক মানবিক প্রয়াস শুরু হল শিলিগুড়িতে। ফুটপাথ হাসপাতাল। ইউনিক ফাউন্ডেশনের উদ্যোগে শিলিগুড়ি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় ওই বিনামূল্যের স্বাস্থ্য শিবির বৃহস্পতিবার থেকে শুরু হল৷ তা মাসে একবার করে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার শিলিগুড়ি পূর্ত দপ্তরের ইন্সপেকশন বাংলোর বিপরীতে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কার্যালয়ের সামনে এই অস্থায়ী চিকিৎসা শিবির শুরু হলে তাতে সামিল হন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল সহ আরও অনেকে। শিবিরে বিনামূল্যে ওষুধ দিয়ে সহযোগিতা করেন শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের জলেশ্বরী বাজার এলাকার মহেশ্বরম মেডিসিন গ্যালাক্সি। ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী পিন্টু রায় বলেন, শিলিগুড়ির ব্যস্ত রাস্তায় আমরা অনেক মানুষকে ফুটপাথে পড়ে থাকতে দেখি। শীত-গ্রীষ্ম-বর্ষায় এরা খুব কষ্টে থাকে। আমরা পাশ দিয়ে হেঁটে গেলেও এদের প্রতি তাকানোর সময় আমাদের নেই, চিকিৎসাতো দূরের কথা। তাই এইসব মানুষের কথা চিন্তা করে ইউনিক ফাউন্ডেশন এবং ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই যৌথ প্রয়াস নিয়েছে। ডাক্তার শীর্ষেন্দু পাল বলেন, তিনি এনজেপি গিয়ে নিয়মিত ফুটপাথ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। অন্য গরিব মানুষদেরও তিনি নিয়মিত বিনামূল্যে চিকিৎসা করে থাকেন। ফুটপাথ হাসপাতাল সেদিক থেকে এক শুভ উদ্যোগ । ইউনিক ফাউন্ডেশনের কর্ণধার শক্তি পাল জানিয়েছেন, তারা এখন থেকে প্রতি মাসে এইরকম ফুটপাথ হাসপাতাল বসানোর উদ্যোগ নেবেন। মানবিক ও সামাজিক ভাবনা বৃদ্ধি করাও তাদের বিশেষ উদ্দেশ্য।