মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য প্রমান করলো এই ভুটভুটি চালক

নিজস্ব প্রতিবেদন ঃ দুর্ঘটনা দুর্ঘটনাই।দুর্ঘটনা বলে কয়ে হয় না।কিন্তু প্রায় সময়ই দেখা যায়, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনাস্থলে না দাঁড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়ি চালক।দুর্ঘটনায় আহত ব্যক্তি মরলো, কি বাঁচলো সেদিকে তাঁর ধ্যান থাকে না, কিন্তু বুধবার এক ভুটভুটি চালক দুর্ঘটনায় আহত বাইক চালককে উদ্ধার করে বাঁচানোর জন্য কাজে নামেন।একেই বলে মানুষ মানুষের জন,জীবন জীবনের জন্য।
ভুটভুটির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক জন বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করল ভুটভুটি চালক। বুধবার সকালে মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দীঘনা পেট্রোলপাম্প সংলগ্ন ইটাহার চূড়ামন রাজ্য সড়কে। এদিন ইটাহার থেকে এক ব্যক্তি রাজমিস্ত্রীর কাজ করতে মোটর বাইক নিয়ে চুড়ামনের উদ্দেশ্যে যাচ্ছিল। দীঘনা এলাকায় ইটাহার থেকে চাঁচোলের উদ্দেশ্যে যাওয়া অন্য একটি ভুটভুটিকে ওভারটেক করে হঠাৎ পেট্রোলপাম্পে ঢুকতে গেলে ওই ভুটভুটির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সংঘর্ষ হয়। দূর্ঘটনার ফলে রাজ্য সড়কে ছিটকে পরে ওই বাইক আরোহী। এরপর দূর্ঘটনাগ্রস্ত ভুটভুটি চালক বাইক আরোহীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত ওই বাইক আরোহীর প্রাথমিক চিকিৎসার পর তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাযায় মোটর বাইক আরোহীর নাম জনক সরকার তার বাড়ি ইটাহারের রানীপুর এলাকায় এবং ভুটভুটি চালকের নাম রিজ মহম্মদ তার বাড়ি চাঁচোল থানার বড় সন্তোষপুর।