নিজস্ব প্রতিবেদনঃ করোনা দুর্যোগের জেরে বহু গরিব মানুষ সমস্যায়। এই অবস্থায় করোনা সতর্কতা মেনে বহু দুঃস্থ অসহায় মানুষকে খাইয়ে নজির তৈরি করলেন শিলিগুড়ি মহকুমার বিধাননগরের ভৌমিক দম্পতি।
শুক্রবার ভবঘুরেদের সঙ্গে ছোট ছেলে সৌনভ ভৌমিকের জন্মদিন পালন করলেন শিলিগুড়ি মহকুমার বিধান নগরের শিবেশ ভৌমিক ও তাঁর স্ত্রী মিতা ভৌমিক । এলাকার ভবঘুরেদের পেটপুরে মাংস ভাত ও মিষ্টান্ন খাইয়েছেন তাঁরা। তারা তাদের ছোট ছেলেকে নিয়ে বিধান নগর ওয়েলফেয়ারের কর্ণধার বাপন দাস এর সহযোগিতায় মুরালিগঞ্জ বিধান নগর জাতীয় সড়ক এবং বিধান নগর বাজারে থাকা ভবঘুরেদের তাদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ান । গৃহবধু মিতা ভৌমিক বলেন, লকডাউন এর জন্য ছোট ছেলের জন্মদিন পালন করা হলো না। তাই ভবঘুরেদের জন্য এইভাবে খাওয়া-দাওয়ার আয়োজন হলো । করোনা সতর্কতা মেনেই তাঁরা ওই কর্মসূচি পালন করেন। বাপন দাস সৌনভের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন । ব্যবসায়ী সমিতির সভাপতি তথা সৌনভের বাবা শিবেশ ভৌমিক বলেন, এভাবে সবাই এগিয়ে এলে কোন মানুষই অভুক্ত থাকবে না । সৌনভ বলে, আনন্দ পেলাম আমার জন্মদিনে,বন্ধুরা ছিল না কিন্তু কিছু ভবঘুরে মানুষকে নিজের হাতে খাওয়ানোর আনন্দই আলাদা । এটা আমার জীবনের সেরা জন্মদিন হয়ে থাকবে ।