নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালির কোভিড হাসপাতালে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির। মৃত ব্যক্তি মাটিগাড়ার শিশুডাঙ্গি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গুলমা চা-বাগানের যে শ্রমিকের মৃত্যু হয়েছে, তার স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে।
অপরদিকে উদ্বেগ বাড়িয়ে শিলিগুড়ি পুরসভা এলাকায় নতুন করে মোট ২১ জন সংক্রমিত হয়েছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিকু, গায়েনি এবং আইসোলেশন ওয়ার্ড নিয়ে মোট ৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গায়েনি ওয়ার্ডের দুই মহিলার স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। যেহেতু শিলিগুড়ির দুই কোভিড হাসপাতালে আলাদা করে করোনা আক্রান্তদের জন্য গায়েনি ওয়ার্ড নেই, সেহেতু প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়া এই দুই মহিলার উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই চিকিৎসা হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজ সুপার কৌশিক সমাজদার।
এদিকে , শনিবার শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আগামি সোমবার তাকে ছুটি দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।