করোনা আবহে সমস্যায় পড়া ক্যান্সার আক্রান্ত ৪ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদনঃ মহম্মদ আলম, মহম্মদ নৌশাদ, স্টেমিনা বেগম এবং বাবলু পাসওয়ান। এই চার পরিবারেই রয়েছে ক্যান্সার আক্রান্ত পরিবার। বাড়ি তাদের শিলিগুড়ি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মজদুর কলোনিতে। করোনা আবহে ক্যান্সার আক্রান্ত ওই চার পরিবার সমস্যায় পড়ে। শুক্রবার তাদের হাতে আগামী তিন মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিয়ে মানবিক ধর্ম পালনের নজির তৈরি করলেন শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী মদন ভট্টাচার্য।

শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় সামাজিক ও মানবিক কাজের জন্য একটি উল্লেখযোগ্য নামে পরিনত হয়েছেন মদন ভট্টাচার্য। দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেওয়া থেকে শুরু করে অসুস্থ আর্ত মানুষদের ধারাবাহিকভাবে সেবা করে থাকেন মদনবাবু। এবার করোনা আবহের মধ্যে সমস্যায় পড়া ওই চারটে পরিবারকে তিনি সহায়তা করলেন। এদিন তিনি ক্যান্সার আক্রান্ত ওই চার পরিবারের হাতে চাল, ডাল, সরষে তেল, ওষুধ মিলিয়ে তিন মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন। তাঁর এই মানবিক কাজে খুশি এলাকার বাসিন্দারা।