নিজস্ব সংবাদদাতাঃশিক্ষক দিবসে রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পেলেন বালুরঘাটের পিনাকী রায়। পিনাকী রায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা হলেও তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ইংরেজি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট পদে রয়েছেন।
এবছর দক্ষিণ দিনাজপুর জেলায় কোন শিক্ষক শিক্ষারত্ন সম্মান পাননি, উত্তর দিনাজপুর জেলা হিসেবে শিক্ষারত্ন পেয়েছেন পিনাকী রায়। যেহেতু পিনাকীবাবু বালুরঘাটের বাসিন্দা তাই জেলা হিসেবে শিক্ষারত্ন রাজ্য সরকারের তরফ থেকে না এলেও, পিনাকীবাবু জেলার বাসিন্দা হয়ে সেই ক্ষত পূরণ করেছেন।এদিন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল পিনাকীবাবুর হাতে শিক্ষারত্ন শংসাপত্র তুলে দেন বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবন থেকে।
বালুরঘাটের মঙ্গলপুর এর বাসিন্দা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক পিনাকি রায় জানান, রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পেয়ে তিনি অভিভূত। তিনি উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।