মন খারাপ থাকলে ছবি আঁকার আগ্রহ আরও বেড়ে যায় নবনীতার

নবনীতা সাহা(বাঘাযতীন কলোনী,প্রধান নগর,শিলিগুড়ি)ঃ
ছোটবেলা থেকে আঁকার প্রতি আমার খুব আগ্রহ.. ছোটবেলায় অনেক ‘বসে আকো প্রতিযোগিতায়’ নাম দিয়েছি। কিন্তু প্রথম দ্বিতীয় বা তৃতীয় কিছু হতে পারি নি। তবুও আমি হার মানি নি। আর তারপর আস্তে আস্তে ড্রইং এর প্রতি অন্যরকম একটা ভালোবাসা জেগে ওঠে।

সারাদিন কাজ পড়াশোনার পাশে আমার ড্রইং করতে খুব ভালো লাগে। সাথে কিছু হাতের কাজও করি। মন ভালো থাকলে তো ড্রইং করি কিন্তু যখন মন খারাপ লাগে তখন যেনো আমার ড্রইং করার আগ্রহ আরো বেড়ে যায়। বিভিন্ন রকমের স্কুলের প্রজেক্ট ,b.ed এর প্রজেক্ট এসব করি। lockdown এই অনেক ছবি একেছি। সাথে কিছু হাতের কাজও করেছি। সবসময় মাথায় নতুন নতুন কিছু করার ভাবনা হয়। ফেলে দেওয়া কিছু বক্স, ডিমের খোসা, কাচের বোতল, প্লাস্টিকের চামচ, আইসক্রিমের স্টিক দিয়ে আরো নানান রকমের জিনিস বানিয়ে থাকি। এখন অনলাইন ড্রইং কম্পিটিশনে গুলোতে পার্টিসিপেট করছি। প্রত্যেকটা কম্পিটিশনে কিছুনা কিছু স্বীকৃতি আসছে । এতে মনটা ভালো লাগছে। বাড়িতে আমার ছোট্ট একটা ড্রইং স্কুল রয়েছে,সেখানে অনেক ড্রইং শিখছে হাতের কাজ শিখছে.. তাদেরকে নিয়ে আমার সময় কেটে যায়.. সব কিছুর মাঝে ড্রইংটাই আমার জীবনের সব।