নিজস্ব সংবাদদাতাঃ লক ডাউনের জেরে স্কুল বন্ধ থাকায় ছোট ছোট ছেলেমেয়েদের বাড়িতে বসে থেকে অ্যান্ড্রয়েড মোবাইল, টিভির প্রতি আকর্ষন ক্রমশই বেড়ে যাচ্ছে। ফলে তাদের মনসংযোগ স্মৃতিশক্তি হ্রাস পেয়ে চলেছে। টিভি ও মোবাইলের প্রতি আসক্তি কমাতে বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে ছোট ছোট ছেলেমেয়েদের যোগাসন করানোর পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে চারাগাছ বিতরণ এবং তাদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নানান সচেতনতামূলক প্রচার শুরু করলেন রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকার যুবক তথা প্রাথমিক স্কুলের শিক্ষক বিজয় চন্দ্র পাল। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে এলাকার শিশুদের মধ্যে চারাগাছ বিতরণ করার পাশাপাশি এদিন থেকে এলাকার একটি মাঠে যোগাসন অনুশীলন ও করোনা সচেতনতা নিয়ে প্রতিদিন পাঠ চলবে বলে ওই শিক্ষক জানিয়েছেন । স্কুল শিক্ষক বিজয়বাবুর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা।
বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়ন সহ নানান সচেতনতামূলক বার্তা দিতে রাজ্যজুড়ে অনেক কর্মসূচি চলছে। কিন্তু উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের সুভাষগঞ্জের পালপাড়ার বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষকের পরিবেশ নিয়ে ভাবনাটা একটু অন্যরকম। শহুরে ও ডিজিটাল হাইটেক জীবনযাত্রায় অ্যান্ড্রয়েড মোবাইল অতি অপরিহার্য বস্তু। কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইলের কবলে পড়ে বর্তমান সমাজের শিশু কিশোরেরা নিজেদের জীবনেই অজ্ঞাতসারে ডেকে আনছে চরম বিপদ। অবক্ষয় ঘটে চলেছে শিশুর শরীর ও মনে। মোবাইলের প্রতি এই আসক্তি কমাতে এবং নিজেদের শরীর সুস্থ রাখার লক্ষ্যে সুভাষগঞ্জের পালপাড়ার বাসিন্দা স্কুল শিক্ষক বিজয় পাল এলাকার ৫০ টি ছোট ছোট ছেলেমেয়েদের যোগাসন অনুশীলন এবং পরিবেশে সবুজায়ন ও ভয়াবহ ভাইরাস করোনা নিয়ে সচেতনতার পাঠ দেওয়া শুরু করলেন। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের দিনটিকেই বেছে নিয়েছেন তিনি। এলাকার একটি মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট ছেলেমেয়েদের যোগাসন প্রশিক্ষন দেওয়া শুরু করলেন বিজয়বাবু। যোগাসন শুরুর আগে প্রতিটি ছেলেমেয়েকে সাবান ও স্যানিটাইজার দিয়ে সংক্রমন মুক্ত করে নেন তিনি। এর পাশাপাশি এলাকায় সবুজায়নের লক্ষ্যে প্রতিটি শিশুর হাতে তুলে দেন একটি করে চারাগাছ। পাঠ দেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক বার্তার। সমাজসেবী শিক্ষক বিজয় পাল বলেন, লক ডাউনের জেরে স্কুল বন্ধ থাকায় বেশিরভাগ ছোট ছেলেমেয়েরা বাড়িতে বসে থেকে হয় টিভিতে নয়তোবা মোবাইল ফোনে মুখ গুঁজে পড়ে থাকছে। শরীর ও মনের ব্যাঘাত ঘটছে তাদের। এলাকার এইসব ছোট ছেলেমেয়েদের মনোসংযোগ বৃদ্ধি ও শারীরিক সুস্থতার লক্ষ্যে তাদের যোগাসন ও ব্যায়াম অনুশীলনের ব্যাবস্থা হয়েছে । এর পাশাপাশি সবুজ শিশুদের মধ্যে সবুজায়নের বার্তা দিতে আজ বিশ্ব পরিবেশ দিবসে তাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়েছে। বার্তা দেওয়া হচ্ছে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের। খোলা মাঠে খোলা মনে যোগাসন করতে পেরে খুশী এলাকার খুদেরা। শিক্ষক বিজয় পালের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।