নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃপ্রয়াত ব্যাঙ্ক কর্মী নিখিল কুমার রায়ের শিক্ষককে পুজো করার রেওয়াজ আজও পালন করছে তার পরিবার। জলপাইগুড়ি আদর পাড়া রায় বাড়িতে শিক্ষক প্রয়াত সুধীর রঞ্জন ভৌমিক আজো ঠাকুরের আসনে পুজিত হন।
বেলাকোবা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন প্রয়াত সুধীর রঞ্জন ভৌমিক।প্রয়াত নিখিল কুমার রায়ের পরিবারের ইচ্ছে ছিল এবার আজকের দিনে প্রয়াত শিক্ষক সুধীর রঞ্জন ভৌমিকের পরিবারের সদস্যদের নিয়ে এক সাথে আজকের দিনটিকে স্মরণ করবেন কিন্তু করোনার কারনে তাদের সেই ইচ্ছে পূরণ হলো না। ২০০৬ সাল থেকে জলপাইগুড়ির আদর পাড়ায় নিজের বাড়িতে নিখিল কুমার রায় তার প্রিয় শিক্ষক সুধীর রঞ্জন ভৌমিককে ঠাকুরের আসনে বসিয়ে নিত্যদিন পুজো করতেন।এর পর ২০০৮ সালে পেশায় ব্যাঙ্ক কর্মী নিখিল কুমার রায়ের মৃত্যু হয় কিন্তু তার এই শিক্ষক পুজো বন্ধ হয়নি আজো নিখিল বাবুর স্ত্রী মধুছন্দা রায় তার স্বামীর ইচ্ছে পূরন করে চলছেন। এই বছর মধুছন্দাদেবীর ইচ্ছে ছিল তার স্বামীর প্রিয় শিক্ষকের পরিবারকে নিয়ে আজকের দিনটি মহা ধুমধামের সাথে পালন করবেন কিন্তু করোন বাধা হয়ে দাড়ালো।কিন্তু তিনি জানিয়েছেন আগামী বছর তিনি আজকের দিনে শিক্ষকের পরিবারের সাথে এই দিনটা পালন করবেন।অন্যদিকে প্রয়াত নিখিল রায়ের নাতি সৈকত চক্রবর্তী বলেন তার দাদুর এই শিক্ষক পুজো করার বিষয়টি তাকে উজ্জীবিত করেছে।আমি চাই সমস্ত শিক্ষক ও ছাত্রদের মধ্যে যেনো এই রকম সম্পর্ক থাকে৷