নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ জলপাইগুড়ি শহরের ১৬নম্বর ওয়ার্ডের মহামায়া পাড়াতে করোনায় আক্রান্ত ১৪ বছরের এক কিশোরী।পরিবার সুত্রে জানা গেছে গত শুক্রবার শারীরিক সমস্যার কারনে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই কিশোরীকে। শনিবার আরো উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই এই কিশোরীর করোনার টেস্ট করা হয়। আজ তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এই কিশোরীকে শিলিগুড়ি দিশান করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে কিশোরীর বাড়ি শহরের ১৬নম্বর ওয়ার্ডের মহামায়া পাড়া এলাকায় সেনিটাইজ করা হয়। কিশোরীর বাড়িটিকে কনটেইনমেন্ট জোন করে বাশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রথম এত কম বয়েসের কেউ করোনায় আক্রান্ত হয়েছে।এই কিশোরী আক্রান্ত হওয়ার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই কিশোরী কিভাবে করোনায় আক্রান্ত হলো সেটাও ভাবাচ্ছে পুরসভাকে।