কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও কনটেইনমেন্ট জোনের নোটিফিকেশন

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার পাশাপাশি দার্জিলিং জেলাতেও ৯ জুলাই থেকে বেশ কয়েকটি জায়গাকে কড়া লকডাউনের আওতায় আনা হবে বলে ইঙ্গিত দিলেন দার্জিলিং-এর জেলাশাসক এস পুন্নমবলম। এই মুহুর্তে দার্জিলিং জেলায় যে সমস্ত বাড়িতে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে প্রধানত সেই সমস্ত বাড়ি বা ফ্ল্যাটকেই কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। এর পাশাপাশি খুব অল্প সংখ্যক ক্ষেত্রে একটি রাস্তা বা ছোট একটি এলাকাকে কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। বড় কনটেইনমেন্ট জোন বলতে শিলিগুড়ি পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকায় তিনটি বড় কনটেইনমেন্ট জোন এবং ২৮ নম্বর ওয়ার্ডে একটি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে।

কিন্তু নবান্নের ঘোষণার পর থেকেই শিলিগুড়ি সহ সমস্ত দার্জিলিং জেলায় নতুন করে কনটেইনমেন্ট জোন নোটিফাই করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন দার্জিলিং-এর জেলাশাসক এস পুন্নমবলব। এই কনটেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন লাগু করা হবে বলেও এদিন ইঙ্গিত দিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক।