চুলদাড়ি কেটে ভবঘুরের পাশে এক স্বেচ্ছাসেবী সংস্থা

নিজস্ব সংবাদদাতাঃ এক ভবঘুরেকে চুল দাড়ি কেটে স্নান করিয়ে নিজের রূপে ফিরিয়ে নিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার ঝলমলিয়া ব্যারাক কলোনি এলাকায়।

দীর্ঘদিন ধরে ওই ভবঘুরে লোকটি এই এলাকায় ভিক্ষে করে জীবন যাপন করে চলেছে। কখনও রাস্তার ধারে কখনো বড় গাড়ির তলে তার আশ্রয়। মাথায় জট, গায়ে ছেঁড়া জামা কাপড় এবং দুর্গন্ধ নিয়ে তার জীবন যাপন। এমত অবস্থায় এগিয়ে এল মঙ্গলবাড়ী কোট স্টেশন এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা এই ভবঘুরের প্রথমে চুল কাটে এবং তারপর স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে তার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসে। আর নিজের সেই আগের চেহারা দেখে আনন্দ প্রকাশ করে সেই ভবঘুরে। দুপুরের আহারও করানো হয় তাকে।