নিজস্ব সংবাদদাতাঃ জিটিএ চেয়ারম্যান অনিত থাপা জানিয়েছেন, গত ২ সপ্তাহ ধরে দার্জিলিং এবং কালিম্পং জেলার জিটিএ এলাকায় কঠোর লকডাউন চলার পর, আগামীকাল থেকে আর জিটিএ এলাকায় লকডাউন কার্যকরী হচ্ছে না। গত ২ সপ্তাহে কঠোরভাবে লকডাউন বিধি পালন করার জন্য পাহাড়ের সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অনিত থাপা।
অনিত থাপা আরও জানিয়েছেন,”আমরা জিটিএ অঞ্চলে কোভিড পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে আমরা ভবিষ্যতে কেবলমাত্র কনটেইনমেন্ট জোনে লকডাউনগুলি ঘোষণা করবো।”পাহাড়ের বর্তমান কোভিড পরিস্থিতি বিচার করে, বর্তমানে পাহাড়ে আর লকডাউন বাড়ানোর প্রয়োজন নেই বলেও জানিয়েছেন অনিতবাবু। তবে জিটিএ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি, সবসময় মাস্ক পরার আবেদন জানিয়েছেন জিটিএ চেয়ারম্যান ।