জলপাইগুড়ি জেলা পুলিশের ৩৫ জন কর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ করোনা পরিস্থিতির মধ্যে পুলিশ কর্মীদের সকালে ঘুম থেকে উঠে যোগা করা, সময়মতো খাবার খাওয়া,নিয়মিত ওষুধ সেবন, পুলিশ কর্মীদের এমনই সব নিদান দিচ্ছেন জলপাইগুড়ি জেলার চিকিৎসক পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এর পাশাপাশি সবাইকে মুখে মাস্ক পরা ও সঙ্গে সেনিটাইজার দিয়ে হাত সেনিটাইজ করার পরামর্শও দিচ্ছেন তিনি । এই মুহুর্তে জলপাইগুড়ি জেলা পুলিশের ৩৫জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৭জনের চিকিৎসা চলছে। বাকিরা সবাই সুস্থ রয়েছে।

করোনা মোকাবিলায় পুলিশ কর্মীরা সামনের সারিতে থেকে লড়াই করছেন। পুলিশ কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছেন পুলিশসুপার। সদ্য জলপাইগুড়ি জেলা পুলিশের দায়িত্ব নিয়েছেন প্রদীপ কুমার যাদব। তিনি পুলিশ সুপারের পাশাপাশি একজন এম বি বি এস চিকিৎসকও বটে। জলপাইগুড়ি জেলার পুলিশ কর্মীরা এমন একজন চিকিৎসক পুলিশ সুপার পেয়ে খুশি।জেলার সমস্ত থানা এলাকা ও জলপাইগুড়ি পুলিশ লাইনে পুলিশ কর্মীদের জন্য হোম আইসোলেশনের ব্যবস্থা করার কাজ শুরু হয়েছে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, জেলা পুলিশের কর্মীদের মনোবল চাঙ্গা রয়েছে। তার পরেও পুলিশ কর্মীদের বলা হয়েছে নিয়মিত সময়মতো ওষুধ সেবনের পাশাপাশি খাবার খেতে হবে এবং যতটুকু সময় পাওয়া যায় তারমধ্যেই বিশ্রাম নিতে হবে। এর পরেও যদি কোনো পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাদের উর্দ্ধতন পুলিশ আধিকারিকদের জানান। আক্রান্ত পুলিশ কর্মী ও তাদের পরিবারের পাশে সবসময় জেলা পুলিশ থাকবে।