এই সপ্তাহেই শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে চালু হবে সেফ হোম

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৯ আগস্টঃ আগামী ১ সপ্তাহের মধ্যেই উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য তৈরি হয়ে যাবে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোম তৈরির কাজ। রবিবার দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নম বলম ও জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যকে সঙ্গে নিয়ে সেফ হোম তৈরীর কাজ পরিদর্শন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

এদিন পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোম তৈরির কাজ প্রায় শেষের পথে। আগামী সপ্তাহেই ইন্ডোরে কাজ শুরু হয়ে যাবে সেফ হোমের। এখানে ৭০ জন করোনা আক্রান্ত থাকতে পারবে। তৈরি করা হচ্ছে একটি আইসোলেশন জোন। ২৪ ঘন্টাই থাকবে ডাক্তার নার্স হাউজ কিপিং। থাকছে আক্রান্তদের জন্য ফ্রী ইন্টারনেট পরিষেবা। রোগীদের জন্য রয়েছে ৮ টি শৌচালয়। সরকারী নির্দেশিকা মেনেই বাইরে থেকে খাবার আসবে রোগীদের জন্য। তবে শিলিগুড়িতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনেই রয়েছে বলে জানিয়েছেন গৌতমবাবু।